lirik lagu hridoy khan - chero na
Loading...
ছেড়ো না, ছেড়ো না,
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো নাগো ভুলো না,
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
জোছনা গড়েছে সুখের বাড়ি,
থেকো না করে আড়ি,
পাবেনা কোথায় এমনও ঠিকানা-
আপন ভেবে বলি…
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
ছেড়ো না, ছেড়ো না-
বলি এ হৃদয়ে আজ এসো না,
ভুলো না গো ভুলো না-
কি করে ভুলি সে কথা?
অভিমান করে থেকো না,
কোথায় যাবে ছেড়ে আমায়?
তোমায় ভুলা সে তো বড় দায়…
(end)
Lirik lagu lainnya:
- lirik lagu tiara - menangis
- lirik lagu somo - for you
- lirik lagu segara - yunani
- lirik lagu j lyles - juckworth
- lirik lagu free stayla - me sigo enamorando
- lirik lagu miss saigon - why god why?
- lirik lagu shayea - bedehkaretam
- lirik lagu nct feat. anna-eva - closure
- lirik lagu ghostbear - cooking up something good
- lirik lagu catherine corelli - severance