lirik lagu hridoy khan - aral
edited by mishu mohammad 2 days ago
আড়ালে থেকে কে যে ডেকে যায়
ও আড়ালে থেকে কে যে ডেকে যায়
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
ও হো, কত যে মুখ উঁকি দিয়ে যায়
স্মৃতির জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি আমায় যায় ছুঁয়ে ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
একলা এই, এ মনটা আমার
আবেগ উদাসীমগন
দাও না দেখা আড়ালে একা থাকা প্রিয়জন, ওহো
আড়ালে সে থেকে যায়
নীরলে সে ডেকে যায়
আমি সে ডাকে যেনো -তোলপাড়
কোথায় সে হায়, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
Lirik lagu lainnya:
- lirik lagu royal baby - life on mars
- lirik lagu sergio villagra - receta
- lirik lagu noemi - un giorno eccezionale
- lirik lagu shakey graves - counting sheep
- lirik lagu lil miki - on my way to success
- lirik lagu stu48
- lirik lagu i'm with her - ain't that fine
- lirik lagu mgmt - one thing left to try
- lirik lagu thea - stole my heart
- lirik lagu the brobecks - march 2