lirik lagu highway - ghorgari
Loading...
চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝা আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
দেখাও কত রঙিন ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
Lirik lagu lainnya:
- lirik lagu central park - mo'sa
- lirik lagu dumb punts - space waster
- lirik lagu jenix - here we go again
- lirik lagu m and k - she break my heart
- lirik lagu rainhard fendrich - disco-baby
- lirik lagu kryštof - onane
- lirik lagu spent - excuse me while i drink myself to death
- lirik lagu quintavin x h.i.d. x - here we go again remix (hwgar)
- lirik lagu danielson - dry goods dry power
- lirik lagu lil jinro - 2000 & groove