lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu hemanta mukherjee_@brar - bose achhi path cheye

Loading...

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না

বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
বেদনার শতদলে
স্মৃতির সুরভি জ্বলে
নিশীথের মনোবীণা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না~পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা

আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারই কথা
পাওয়া না~পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের
মর্মব্যাথা

তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছো যে মায়াডোরে
সে বাঁধনে দু’নয়নে
ঘুম আসে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না
বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
মন মানে না


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...