lirik lagu hemanta mukherjee - original
Loading...
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা ।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো— আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে ।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে ।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার—
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
Lirik lagu lainnya:
- lirik lagu 10-feet - antenna rust
- lirik lagu jessica belkin - fly in my dreams
- lirik lagu x ambassadors & tom morello - collider
- lirik lagu iva lola feat. dodhy kangen - lagu mantan
- lirik lagu nct 127 - mad city
- lirik lagu adriana figueroa - spider dance (undertale)
- lirik lagu 朴樹 - 旅途
- lirik lagu anna yvette & laura brehm - summer never ends
- lirik lagu محمد السالم - ya dnya
- lirik lagu djonemesis & lilly - eldorado esiste