lirik lagu hemanta mukherjee - obak prithibi
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন
অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন
অবাক পৃথিবী! অবাক করলে আরো-
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক করলে আরো-
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে
দেখেছি লিখিত- ‘রক্ত খরচ’ ‘রক্ত খরচ’ তাতে
‘রক্ত খরচ’ তাতে।
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম!
বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ
বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে
বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ
বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ
এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ
এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ
স্বপ্ন–চূড়ার থেকে নেমে এসো সব-
শুনেছ? শুনছ? উদ্দাম কলরব শুনছ?
স্বপ্ন–চূড়ার থেকে নেমে এসো সব-
শুনেছ? শুনছ? উদ্দাম কলরব শুনছ?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট লিখছে
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ–পট।
প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত
দেখ আজ তারা সবেগে সমুদ্যত
তাদেরই দলের পেছনে আমিও আছি
তাদেরই দলের পেছনে আমিও আছি
তাদেরই মধ্যে আমিও যে মরি–বাঁচি।
তাইতো চলেছি দিন–পঞ্জিকা লিখে—
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।
বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।
বিদ্রোহ আজ!
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে
বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ
বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ॥
Lirik lagu lainnya:
- lirik lagu zoey dollaz - my thang
- lirik lagu raf camora - alles probiert
- lirik lagu ken laszlo - glasses man (vocal)
- lirik lagu ellen milgrau - caçamba fashion
- lirik lagu shereen yehia - mestakanyas
- lirik lagu dangdut koplo - edan turun
- lirik lagu mohamed el majzoub - maly keda
- lirik lagu lana del rey feat. sean ono lennon - tomorrow never came
- lirik lagu wintersun - the forest that weeps (summer)
- lirik lagu ars-n feat. жак-энтони - дэйви джонс