lirik lagu hemanta mukherjee - ei mor mono pakhi
Loading...
এই মোর মন পাখি
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
হৃদয়ে কত ছোট আশা লয়ে
দ্বিধা ভরে এসেছিল
জীবনের আঙিনায় শুধু একবার
চেয়েছিল তবুও তো এলে না
জেনেশুনে ব্যথা দিলে
কেন মনে বলো না
এই মোর মন পাখি
নিমেষে আশা তুমি আলো হলে
আঁধারের ছলনা
তামসে মাজারে ক্ষণিকের তরে
মনে মনে কিছু দূরে চল না
স্বপ্ন মোর এ রাতের
সফল হলো কি বলো না
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
Lirik lagu lainnya:
- lirik lagu gatsby - intro
- lirik lagu the deer (band) - redbreast
- lirik lagu benjamin james - we stumbled up towards the candlelight
- lirik lagu bear grillz - smile without u
- lirik lagu cumbia ninja - que el viento me lleve
- lirik lagu marcelo e ryan - hoje não é nosso dia
- lirik lagu veryrare shyne - wockhardt (interlude)
- lirik lagu singa - maille
- lirik lagu czerwin twm - studenciak
- lirik lagu tha_skull - psycho!