lirik lagu hemanta mukherjee - chanchal mon anmona hoy
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
Lirik lagu lainnya:
- lirik lagu dry kill logic - don't see ghosts
- lirik lagu null harmony - entering the atmosphere
- lirik lagu david truth - rolling on
- lirik lagu sully pillant - beat 6 freestyle
- lirik lagu iriser - while we are alive
- lirik lagu termanology & lil fame - hustler's ringtone
- lirik lagu au5, jeto & cristina soto - melt
- lirik lagu giani - two times
- lirik lagu brother toaster - no more cheese
- lirik lagu grupo bandy2 - y yo la amo