lirik lagu hemanta mukherjee - amar hiyer majhe
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে…
আমি হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে
আমি তোমার কাছে যাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম…
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে…
আমি হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি
Lirik lagu lainnya:
- lirik lagu edvin greneskog - dripp dropp
- lirik lagu ummon guruhi - osmon
- lirik lagu ola (@yeahitsola) - excuses
- lirik lagu uberdose - звездная пыль
- lirik lagu ash dablunt - a.m.d.
- lirik lagu ultras l’emkachkhines ألتراس لمكشخين - hédha hommage l'nés l'ghorba
- lirik lagu coast & ocean - valentino
- lirik lagu cosmo thundercat - warning bell
- lirik lagu solomon burke - time is a thief
- lirik lagu dizzy wright - memory lane