lirik lagu hemant kumar - kato byatha ami soyechhi
Loading...
কত ব্যথা আমি সয়েছি
জানে শুকতারা, জানে রাতজাগা পাখি
কত ব্যথা আমি সয়েছি
কত নিশি জাগি বাসরে
ফেলেছি অশ্রু, জানে শুধু মোর আঁখি
জানে রাতজাগা পাখি
কত ব্যথা আমি সয়েছি
যাবার বেলায় বলেছিলে প্রিয়
মোর আশা লয়ে বাসর জাগিও
যাবার বেলায় বলেছিলে প্রিয়
মোর আশা লয়ে বাসর জাগিও
দখিনার সাথে আসিয়া
দখিনার সাথে আসিয়া
দোলা দিয়ে প্রাণে, তোমারে নিব গো ডাকি
জানে রাতজাগা পাখি
কত না ফাগুন আসিলো
আসিলো আমার দ্বারে
কত না ফাগুন আসিলো
আসিলো আমার দ্বারে
বেদনার সাথী, শুকতারা তা দিয়ে
মিলালো অদ্য তারে
শুধু স্মৃতি জপি কেন বাঁচি বলো?
আশাহত আমি, ওহে চন্দ্রালোক
শুধু স্মৃতি জপি কেন বাঁচি বলো?
আশাহত আমি, ওহে চন্দ্রালোক
মিলন হলো না জানি, জানি গো
তাই রেখে যাই, তোমার মিলন রাখি
জানে রাতজাগা পাখি
কত ব্যথা আমি সয়েছি
Lirik lagu lainnya:
- lirik lagu machete clan - rark or die
- lirik lagu bruckner - weit weg (zuhause session)
- lirik lagu jay-lee (rap) - folk devil
- lirik lagu madvanna - tren al sur
- lirik lagu rubicini - stung
- lirik lagu robin zoot - zpátky v čase
- lirik lagu caro emerald - wake up romeo
- lirik lagu john legend - favorite place
- lirik lagu hak7m faraji. - blk m4n.
- lirik lagu promethaleann - believe me