lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu hawaiian music unlimited - serenity

Loading...

যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম ঐ চোখে
উঠে বসবে অবাক বিস্ময়ে?
রাখবে তোমার ঐ কোমল হাত আমার এই হাতে?

ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে

আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে

জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা আজ তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি আমি দাঁড়িয়ে

ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে

আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে

ভেসে যাবে সব দুঃখ তোমার
হারাবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...