lirik lagu hatirpool sessions - upo
Loading...
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
কত করে বলি তোমাকে
দেখা দাও না, থেকে যাও না
বলে কয়ে বেলা হয়ে যায়
ফিরে চাও না, কেন চাও না?
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
ধার লেগে হাত যেন কাটে না তোমার
এই ভেবে ভেবে রাত কেটে যায়
লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে
আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়
কী এক ঝড়, সে যে থামবে কবে?
আমি সারাদিন বসে জানালায়
যোগ~বিয়োগ করে আর কি হবে?
যদি ভাগ করে সুখে থাকা যায়
থেকে যাও না, কেন চাও না?
বলে গেলে কি এসে যায়?
ফিরে চাও না, কেন চাও না?
না বেশি দেরি হয়ে যায়
Lirik lagu lainnya:
- lirik lagu solbi - ottogi (club house version)
- lirik lagu tango down - going under
- lirik lagu ryan kyle - safety last
- lirik lagu nas - don't shoot
- lirik lagu apocalypse pony - daemonis
- lirik lagu pinkish - פורנו גייז
- lirik lagu miryam - don't stop
- lirik lagu ウオッカ (vodka) (cv.大橋彩香) - catch the victory!
- lirik lagu edaigunz - devils
- lirik lagu bruce springsteen - someday we'll be together (2022)