lirik lagu hatirpool sessions - monohor
Loading...
[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
[verse]
বহুদূর দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়
পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর
মুছে যাওয়া সেইসব সন্ধ্যা শীতল
আমাদের প্রাণে ডেকে ওঠে “মনোহর”
কিছুক্ষণ মনোরম তোমারই সাথে
স্বপ্নের ভেলায় দাঁড় ফেলে আঙিনায়
[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
[chorus]
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
Lirik lagu lainnya:
- lirik lagu centro de vida - celebra victorioso
- lirik lagu j.fla - starving
- lirik lagu wet bed gang - gorillaz
- lirik lagu johnny hallyday - gimme some lovin' [live cigale 1994]
- lirik lagu rockit music - freddy vs bendy (remix)
- lirik lagu gaither vocal band - you don't knock (you just walk on in)
- lirik lagu candy manson - shook
- lirik lagu shooda - sentinel spirit ˂3
- lirik lagu bry (67 bastos) - ligne de vie
- lirik lagu adam silvani - chrysanthema