lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu hasan joy - kobitar gaan

Loading...

[verse 1]

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

[verse 2]

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

[verse 3]

যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়

তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
[verse 4]

যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।

যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?

[verse 5]

যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।

[verse 1 repeat]

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

[verse 2 repeat]

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...