lirik lagu hakka - tumi ki amay khojo?
Loading...
[verse 1]
তুমি কি আমায় খুঁজো?
খোঁজার মতন
তুমি কি আমায় বোঝো?
বোঝার মতন
তুমি কি আমায় চাওনা?
আমি তোমারই হবো
তুমি কি বলো চাওনা?
এ গান শোনাবো
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমার মতন?
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
[verse 2]
তুমি কি বলো আসবে?
যদি দু’হাত বাড়াই
তুমি কি বলো খুঁজবে?
যদি হঠাৎ হারাই
তুমি কি আমার মনে
বলো একাই থাকো?
তুমি কি আমার মনের বারান্দার
দরজা বন্ধ রাখো?
তোমার আমার প্রেম রটিয়ে যাবে
ওই মেঘের দেশে
তুমি আসবে বলে
আজ ফোটেনি তো ফুল
পাতা ঝরেনি, আসবে তো?
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমারই মতন?
মমম…
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
Lirik lagu lainnya:
- lirik lagu ahmad amin - wie du
- lirik lagu amadeusz ferrari - diss na polaka
- lirik lagu the clappers - hold your thoughts
- lirik lagu sugar horse - your degree is worthless and your parents aren't proud of you
- lirik lagu r0ttingdeadcorpse - верните в моду любовь (hardstyle)
- lirik lagu يوسف ربيع - maseraty - مازيراتي - yusif rabea
- lirik lagu adam vadel - a tort ou à raison
- lirik lagu daniela blasco - uh nana
- lirik lagu lijpe - wesh denk je
- lirik lagu future creams - soaked panties