
lirik lagu habib wahid - shopna tar sathe hoy dekha habib wahid
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে
দেখি ব্যস্ততার শহর।
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালবেসে ফেলা
এ ভালবাসাতেই রোদ্দুর।
হুম হুম হুম…
হুম..হুম…হুম…
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না
তার স্বপ্নে আছে তারা।
বেসেছি ভাল তাকে
স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে
মনেতে তার ছবি এঁকে
সে স্বপ্নের চেয়েও মধুর।
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।
@erensharifuz
#shopnatarsathehoydekha
#shopnercheyeomodhurlyrics
#habibwahidsonglyrics
Lirik lagu lainnya:
- lirik lagu shadowdrug - карма (karma)
- lirik lagu ethan marc - take you out
- lirik lagu karlo tonkov - fama
- lirik lagu rome - give your heart to the hawks
- lirik lagu memo & vale - dámela (intro)
- lirik lagu dodge & fuski - your love
- lirik lagu passion 11:11 - too pretty remix
- lirik lagu okaysammy - bagato
- lirik lagu dms squad ft songo kometa - poczuj to
- lirik lagu obg ro - porsche