lirik lagu habib wahid - obujhpona
Loading...
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।
এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।
ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
Lirik lagu lainnya:
- lirik lagu ève angeli - donne
- lirik lagu thierry amiel - cest ecrit
- lirik lagu the kinks - mountain woman (bonus track)
- lirik lagu lil ugly mane - sermon on the mouth '06
- lirik lagu tobymac - me without you (telemitry remix)
- lirik lagu gambiarre - perdido
- lirik lagu kirby krackle - naked wii
- lirik lagu mike zombie - they need to see this
- lirik lagu jul - malamadré
- lirik lagu lizto - ynelm