lirik lagu grizzle tune - keu kadbena
Loading...
{intro}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
{bridge}
চোখদুটোর নগ্নতা বেড়ে চলেছে সীমাহীনভাবে
পাতাদুটো খেয়ে গেছে অনিদ্রায় ।
নিশ্বাসে শুধু মরা গন্ধ ভাসে
হয়ত ভিতরে ভিতরে সব পচে গলে গেছে হতাশায় ।
হারানোর অজীর্ণ জলাবর্ত কল্পনায়
ডুবে হয় এক জনম পরিত্যক্ত জলাশয় ।
{instrumental}
{verse}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ কাঁদবে না ।
তোমার ঠোটে ঠোট রাখলে
আর ঘড়ির কাটা ঘুরবে না ।
কালো মেঘের ছায়ার নাগালে
তুমি আমি আর থাকব না ।
{chorus}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
Lirik lagu lainnya:
- lirik lagu eurynome - at the solitary crypt
- lirik lagu barikad crew bc - sakrifis
- lirik lagu raul ws - endless
- lirik lagu xanman - uh huh
- lirik lagu dawg sinatra - storm
- lirik lagu fyre 02 - махлен бизнес (mahlen biznes)
- lirik lagu sf9 - |believer|
- lirik lagu jayrah gibson - god bless you
- lirik lagu the urban renewal project - will to survive
- lirik lagu stardom - mbappe