
lirik lagu g.m. ashraf - nisshash (from "borbaad")
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
[verse 1]
পাগল হয়েছি আমি অনেক আগেই
হেরে গেছি আজ আমার নিজের কাছে
কিছু বোঝে না দু’চোখ তুমি ছাড়া
সব হারাতেও রাজি পেতে তোমাকে
[pre~chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
[instrumental break]
[verse 2]
ভালোবাসা করেছো অপমান
দিয়ে আমায় অপবাদ
তোমাকে না পেলে যে পাবে না কেউ
জ্বলবে আগুন বারেবার
[pre~chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
Lirik lagu lainnya:
- lirik lagu link wray - crowbar
- lirik lagu nine aetharia - eh-oh
- lirik lagu djo - link
- lirik lagu song a day - taweewee
- lirik lagu blessd - condenado al exito iii
- lirik lagu vera fauna - sale el sol
- lirik lagu yung tarrio - what are they saying about you now?
- lirik lagu seksendört - ses tiryakisi
- lirik lagu westside gooner - free diddy
- lirik lagu zenci obh, polo65 & robin rozay - topseller