lirik lagu fraze - mritokothon
[intro : trojar]
ya’ll been sleeping on me huh?
আত্মার আত্ম অহংকার
আমার চিত্তের আমি কর্ণধার
আমার বৃত্ত কিন্তু কেন্দ্র কার
এই ছন্দ তার গোটা বিশ্ব যার (what)
আত্মার আত্ম অহংকার
আমার চিত্তের আমি কর্ণধার
আমার বৃত্ত কিন্তু কেন্দ্র কার
এই ছন্দ তার গোটা বিশ্ব যার (what)
[first verse : trojar]
ভিতরের যন্ত্রণায় কানে দেই মন্ত্রণা
কানে বাজে আজে বাজে অশ্লীল অন্তরা (woh)
আমার হাতেই তালা, আমার হাতেই চাবি
ঘরের দলিল তবু কেন তোর নামে করা? (কেন)
its peace i been seeking (seeking)
its peace i been feeling (feeling)
all the oil is leaked (leaked)
its p~ss that im drinking
আমি শোষণে আমি আঘাতে
আমি অন্ধকারে আমি আলোতে
আমি রপ্ত করি এই বিশ্বের ভাষা কিন্তু রান্না করি কোন চুলাতে?
আমার আগুন চাই চলো নরকে যাই নিজের আত্মাকে বেচে দিয়ে সিদ্ধি পাই
“সিদ্ধি সাধনা”য় মুখ্য নির্বাণে না গিয়ে রাস্তায় বসে আমি সিদ্ধি খাই
ঘরে ফিরে দেখি (what)
পচার আভাস
বিছানায় শুয়ে দেখি গলে যাওয়া লাশ
আমি তো অবাক লাশটাতো আমারই জীবনের অভাব
im a dead ma’faka
ঘরে ফিরে দেখি (what)
পচার আভাস
বিছানায় শুয়ে দেখি গলে যাওয়া লাশ
আমি তো অবাক লাশটাতো আমারই জীবনের অভাব
im a dead ma’faka
[bridge : trojar,fraze]
im a dead ma’faka
im a dead ma’faka
im a dead ma’faka
im a dead ma’faka(2x)
[second verse : fraze]
আজকাল দিনটা রাত লাগে, রাতটা দিন লাগে
সবার চোখে? নাকি আমার চোখেতে?
রক্ত জমেছে, ছিন্নভিন্ন
তাই কেন করি আমি আজ অন্ন ধ্বংস?
বুঝি না কেন আমি নাই সুখে?
তাই মনে জাগে হিংসা বুকে
নিন্দা করি কি সুখে?
সত্যগুলা বুকে ধুকে!
নাই বিশ্বাস, নাই শক্তি
নাই আমার কাছে কোনো যুক্তি
চোখে ধুলাবালি সারাদিন, চেরাগের আলাদিন
প্রভুর কাছে আমি বন্দী।
ধ্বংস জীবন টা কার? স্বাধীনতা
চাই মুক্তি আবার
কঠু কথা
তার বোঝার অভাব
হয়েছি হত্যা
মাথা কাটা যাবে হবে সেতু পদ্মা।
আমার রক্তে রক্তে
আর শিরায় শিরায়
চোখের বর্ণে বর্ণে
কেন সত্য দৌড়ায়?
আমি বুঝতে পারি না
কেন মানতে পারি না
নিজের চলাফেরার
সমাজটাকে চিনতে পারি না, কেন?
সাজতে পারি না আমি বহুরূপী জানোয়ার?
যার চোখে হিংস্রতা, সমাজের ধিক্কার
শয়তান, করে নাকি সন্ধান?
light is fl!cking am just f~cked up! b~tch
[outro bridge : trojar]
am just f~cked up b~tch (4x)
[end]
Lirik lagu lainnya:
- lirik lagu knowte - will you still be there? [v.i.p] (bonus)
- lirik lagu lohkves - muevelo
- lirik lagu nathan quinn - love you still
- lirik lagu seredinschi - totul sau nimic
- lirik lagu davzera - copenhagen
- lirik lagu luhquezz - 24 (tribute to kobe)
- lirik lagu gook - sober
- lirik lagu serko - mareas
- lirik lagu alessandro aka seto - dubbi ingestibili
- lirik lagu amit john | ajbuoy - famebuoy