lirik lagu fraze - hariye
intro:
আমি হারিয়ে, যাবো হারিয়ে 2x
hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
verse 1:
ভেঙেছি শতবার, ভাঙতে চাই আজ আবারো
কেঁদেছি কতবার, হাসতে চাই আজ আবারো
হেসেছি কতকাল, হাসতে হাসতে দিন টা গেলো
হেঁটেছি হাত টা ধরে, হাত টা কই আজ হারিয়ে গেলো
মায়ার এক কল্পনা, স্বপ্ন ছিলো কেন হাজারো
ছায়া টা গল্প না, তুমি ছিলে পাশে অল্প না তো
আমার এই গল্প টা, বুঝবে না এই দুনিয়া টা তো
ভাববে প্রেম কিন্তু বাবা হারা কষ্ট বুঝবে না তো
হ্যাঁ আমি আজ বলতে চাই, খাতায় মনের কথা লিখতে চাই
দেয়া কথা গুলা রাখতে চাই, নতুন করে আবার বাঁচতে চাই
করা ভুল গুলা মানতে চাই, হাতে হাত আবার রাখতে চাই
দেখি চারিপাশে তুমি নাই, আমি আগের জীবনেতে ফিরতে চাই
সবাই মুখোশ পরে, চিনতে পারি না মানুষ আমি
প্রতিবারই যাই উপকারে কিন্তু হতাশ হয়ে ফিরে আসি
হাসে সবাই বলে পাগল আমি, বুঝে না কেউ যে মন টা দামি
মাঝে মাঝে এই কারাগার থেকে পাইতে চাই আমি জামিন
মন টা অনেক সাফ, জবানে হয়তো অনেক ময়লা
স্বার্থের দুনিয়া, tough দেখা সমাজের পোড়া কয়লা
কলমে আমার হাত, কষ্টের শব্দ খাতায় সয় না
কারো হাত ধরে জিতে যাবো but ওইটাতে তো আমার জয় না
pre~hook:
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাবো আবার শান্তি নিবো বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাবো আমি হারিয়ে
একদিন চলে যাবো এই জগতটাকে কাঁদিয়ে
hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
verse 2:
“স্মৃতির ছেঁড়া পাতায়” ভাজ করা “শত আশা”
এই “বেদনা” তে থাকা প্রতিদিনের পেশা
“শুণ্য” মনে শূণ্যস্থানে পোষা কত নেশা
“শেষ বিকেল” এ “আরেকবার” কী হবে কষ্টের “ফিরে আসা?”
জানিনা কতবার মন কে বলসি এবার থাম
রাখিস না বিশ্বাস এই দুনিয়ায় তো সবাই সাপ
আসবে যাবে শুধু বিষধর ফেলবে ছাপ
কষ্টের শেষে শুনবি সাপটার নাই কোনো হাত
pre~hook:
জীবন থেকে মৃত্যুর দরজায় আজ দাঁড়িয়ে
পাবো আবার শান্তি নিবো বুকে জড়িয়ে
মনে নিয়ে ক্লান্তি যাবো আমি হারিয়ে
একদিন চলে যাবো এই জগতটাকে কাঁদিয়ে
hook:
হাসতে চাই, হাসতে চাই
বলা ছেলে টা আজ কাঁদতে চায়, কাঁদতে চায় কেন কেন বল?
রাখতে চায়, রাখতে চায়
দেয়া কথাগুলা রাখতে চায়, রাখতে চায় কেন কেন বল?
মানতে চায়, মানতে চায়
করা ভুল গুলা মানতে চায়, শিখতে চায় কেন কেন বল?
লিখতে চায়, লিখতে চায়
আগের জীবনেতে ফিরতে চায়, ফিরতে চায় কেন কেন বল?
outro:
জীবনে অনেক বাঁধা আসবে
হয়তো কখনো সেটা অতিক্রম করতেও পারো, নাও করতে পারো
কিন্তু কখনোই নিজেকে হারিয়ে বসবে না।
Lirik lagu lainnya:
- lirik lagu code10 - champagne
- lirik lagu heavn - roads
- lirik lagu jj heller - dream sweetly
- lirik lagu champ hercules - facades
- lirik lagu yung rydr - love's interlude
- lirik lagu george harrison - my sweet lord (2020 remix)
- lirik lagu kobina thaddeus - underrated
- lirik lagu kuan (tr) - güldür gül
- lirik lagu 東京パフォーマンスドール (tokyo performance doll) '2013 - my universe
- lirik lagu schattenmann - licht an