lirik lagu fossils - ghreena
ঘৃণা ঘৃণা ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ঘৃণা ঘৃণা শুধু ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ভালবাসা মরীচিকার নিষিদ্ধ হয়রানি
জানি জানি আমি জানি
আমার অণু পরমাণু সবাই জানে
কিছু মেলে না ধরে নেওয়ায় আর অনুমানে
অনুপ্রেরণার বেনোজলে বান আসে
চোখ ভাসে মন ভাসে মহাকাশে
ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
হৃদয়ে গুজব এই মগজ এক পোড়ো বাড়ি
একা খেয়াল নোনা দেওয়াল আমি তার-ই
রোজ রাতে একা শুতে তাই ভয় লাগে
তাই খুঁজি অশরীরী আগে-ভাগে
কত কথা বলি যা-তা ভূতেদের সাথে
মাঝরাতে বিছানাতে ছলনাতে
ঘৃণা ঘৃণা ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘৃণা ঘৃণা তবু ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘেন্না লাগে তাই রাগে সব ছেড়ে ছুড়ে
দূরে দূরে চলি দূরে
দূরে দূরে বহু দূরে
দূরে দূরে আরও দূরে
চলি দূরে দূরে…
Lirik lagu lainnya:
- lirik lagu tiemo hauer - du fehlst
- lirik lagu navjeet - heer nu jawani
- lirik lagu arijit singh - main tenu sanjhawan ki
- lirik lagu chris janson - good vibes
- lirik lagu d’masiv - kesempatan bersamamu
- lirik lagu wawa afriska - mawar putih
- lirik lagu outline in color - killing season
- lirik lagu august burns red - midnight
- lirik lagu twice (트와이스) - what is love? (english version)
- lirik lagu creature feature - gremlins everywhere