lirik lagu fossils - bycycle chore
শ্রাবণ ভিজুক বর্ষায়
আর সাবান মাতুক ফর্সায়
বাষ্প জমে চশমায়
হলে পরশ্রীকাতর…
মস্তিষ্কে স্মৃতির পেচ্ছাপ
লেখে করোটিতে কেচ্ছা
মা-বোন হয়েছে বেশ্যা
আমি বাইসাইকেল চোর…
বয়েস তেরো থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মড়া কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ…
চোরাই bicycle seat -এ
পারি তোমাকে lift দিতে
যৌনতা দেবো free-তে
যদি সতীত্ব না চাস…
bicycle চোর (চোর)
যেও সাবধানে দোকানে
যে সব মাল পাবে ওখানে
সব আমার থেকেই কেনা
কারণ উৎপাদন বন্ধ…
কেন্দ্রীয় অর্থনীতি
ব্যস্ত আগলাতে সম্প্রীতি
শুনে ভাষণের mp3
রোমাঞ্চিত ত্বকরন্ধ্র…
খিস্তি খেউড় অশ্রাব্য
মিশছে, নোংরা হচ্ছে কাব্য
ঐতিহ্য পূজো পাব্বনে
sponsor যত তাবড়…
দোহাই খোদার ওয়াস্তা
peacefully করেনি নাস্তা
আহা ডালপুরিটা খাস্তা
দি’ টিকিয়াতে কামড়…
bicycle চোর (চোর)
সাম্যবাদী উঞ্ছবৃত্তি
কারণ চোখ টানে সম্বৃদ্ধি
টুকে টুকে টুকে মুখস্থতে
পরীক্ষা আসান…
সব প্রশ্নকর্তাই private
হয়ে দ্যায় সাজেশান (i bet!)
আহা xerox বুদ্ধি xerox সত্তা
বারোয়ারি সামান…
পাকড়াতে পারো বামাল
তবে consequence-টা সামাল
দিতে পারবে কি পারবে না
ভেবে police সেজো ভাই…
catalog-টা দ্যাখো বরং
বলো পছন্দ কোন গড়ন
কম দামে পুষ্টি, ফুল সন্তুষ্টি
মাল কেনো চোরাই…
bicycle চোর (চোর)
(বয়েস তেরো থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মড়া কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ…
চোরাই bicycle seat -এ
পারি তোমাকে lift দিতে
যৌনতা দেবো free-তে
যদি সতীত্ব না চাস…)
চোর…
Lirik lagu lainnya:
- lirik lagu sweet charity feat. dummy - teratai
- lirik lagu justin quiles - lo perdona
- lirik lagu anna chase - animales
- lirik lagu jay and the lovebirds - conscience for confidence
- lirik lagu lya - feelin'
- lirik lagu maher zain - allah ya mevlana (turkish version)
- lirik lagu hector orlando - ironic
- lirik lagu azure the paradox - raven ep credits
- lirik lagu soopadoop - giving tree gone
- lirik lagu miwa - princess