![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu fossils - bhoot aar tilottoma, pt. 2 (ভূত আর তিলোত্তমা 2)
Loading...
কালকে তোমায় দেখাচ্ছিল বেশ
উদ্ধত আর উদ্যত সেই সুখের নীলাবেশ..
একদিন থাকতাম সেই সব দৃশ্য তে
আজকে তাড়া ছাড়ছি পাড়া
মিশছি বিশ্ব তে..
কে আর বাঁধবে আমায় রাঁধবে
আমার জন্য রাতের খাদ্য
আমি কঠিন, তস্য কঠিন
জটিল,কুটিল উপপাদ্য
আমার তুমি বধ্যভুমি
আবার তুমি স্থিতি~জাড্য
কাজেই মরছি, এবং পড়ছি
আমার বেঁচে থাকার শ্রাদ্ধ
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও ধৃষ্টতা ক্ষমা।
প্রিয়তমা হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার এন্ট্রি প্রহিবিটেড এতো লেটে
ছাড়ো কাব্য পরে ভাববো আপাতত খিদে পেটে
সরি কাকা আরো টাকা
আমার লাগবে দ্রুত রেটে
প্রিয়তমা কর ট্রমা, দাড়ি’কমা আছে জমা..
Lirik lagu lainnya:
- lirik lagu b4d - kif ndir
- lirik lagu yung flu - born to shine
- lirik lagu pich (peesh) - different ways
- lirik lagu roby m. beki - old-new album: ready, set, go!
- lirik lagu cheeky parade - pan-paka-pan!
- lirik lagu a knife in the dark - scathe
- lirik lagu i hate models - the beginning of the end
- lirik lagu jolle & wurms - laster
- lirik lagu eli orion - right track
- lirik lagu jcpanga - cœur empoisonné