lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu fossils - acid

Loading...

বুকে বুকে জ্বালা ধরা তীব্র অসুখে
নেপথ্যে প্রেম আর ঘৃণা সম্মুখে
আত্মমৈথুনের ঘৃণ্য শহরে
ফিরতে চাইনা, তবু ফিরি বারেবারে
ফিরতে চাইনা, তবু ফিরি বারেবারে
যাতে প্রেমহীন রূপগুলো যায় চুকেবুকে
পথ্য একটাই acid ছোঁড়ো মুখে
অন্যের মুখে নয়, আয়নার মুখে
পথ্য একটাই acid ছোঁড়ো মুখে
পথ্য একটাই… acid!
ধুয়ে যাক ক্ষয়ে যাক কাঁচের মণ্ড
জ্বলে যাক ইচ্ছেরা সাধু ও ভণ্ড
গলে কাঁচ ফাটে কাঁচ খণ্ড, খণ্ড
আমার হাতে এক মায়াবী দণ্ড
আমার হাতে এক মায়াবী দণ্ড
মায়াবী দণ্ড আসলে বাদ্যযন্ত্র
তাতেই লুকিয়ে রাখি গোপন মন্ত্র
আদিম সে মন্ত্রের কলাকৌশলে
ফিরে যেতে চাই ফের তৃণবল্কলে
যাতে ক্ষমাহীন ক্ষোভগুলো সব কমে তুকতাকে
ক্ষমাহীন ক্ষোভগুলো সব কমে তুকতাকে
বাদ্যযন্ত্রেও acid ভরা থাকে
বাদ্যযন্ত্রেও, acid!
দেওয়ালের মুখে নয় সমাজের মুখে
আরে অন্যের মুখে নয় আয়নার মুখে
পথ্য একটাই acid ছোঁড়ো মুখে
পথ্য একটাই acid ছোঁড়ো মুখে
মন্ত্র একটাই acid ছোঁড়ো মুখে
মন্ত্র একটাই acid!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...