lirik lagu fossils - aaro ekbar
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও… অচেনা
এতটা পথ পেরিয়ে
এসেছি তবু দু’জনে
যেন হয়ে গেছি, আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
আরও একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তর চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
বেশি কথা থাক বোলোনা
ঠেকে শেখা গেছে ছলনা
পরিবর্তন এলনা তবু মনে
স্বপ্নেরা তবু খুঁজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার, ঠিকানা
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
(humming)
আরও একবার চল ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে?
আরও একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি
নিজেকে, নিজেকে
Lirik lagu lainnya:
- lirik lagu jordan rakei feat. remi - snitch
- lirik lagu banda la alterada - esa ya esta muy choteada
- lirik lagu almighty - te van a meter
- lirik lagu mengu suokhire - your love-dear mother
- lirik lagu have fun teaching - letter f song
- lirik lagu natassa bofiliou - antigoni
- lirik lagu citybois - bedre end rihanna
- lirik lagu luka sion - blinded
- lirik lagu raihan - al-hijrah
- lirik lagu jorge & mateus - nã£o tem comparaã§ã£o