
lirik lagu fokir lal miah - torbari
[verse 1: fokir lal miah]
চেষ্টা করি যতটুকু পারি চোখ বন্ধ রাখি
কারণ কখন আবার কি থাইকা কি দেইখা ফেলি
পরে দেখা যাইবো কি থাইকা কি বইলা ফেলি
তখন কইবো সবে র্যাপার থাইকা দালাল হইয়া গেছি
ভাই কষ্ট কইরা আসছি যেইখানে দাঁড়াই আছি
সেই শুরু থাইকা হাতে বাংলা rap~এর তরবারি
ছেদ মারার যেনে এনে ভাই ছেদ মাইরা দিছি
এখন লোক মুখে শুনি আমি খারাপ হয়ে গেছি
ভাই ছোটবেলা থাইকা কলম হাতে আশাবাদী ছিলাম আমি
প্রতিক্ষনই বাবার সেই হাঁসি ভরা মুখটারে দেইখা
আজ বাবা গেছে চইলা হুট কইরা একদিন
আমগোরে রাইখা কিছু না বইলা চাইলো না ফিরা
যে শুনবো সে নাই কি লাভ লেখালিখি কইরা?
খোদায় সবই নিলো কাইড়া কারে কমু ডাইকা?
চোখের পানি দিয়া মনের কষ্ট রাখছি কইলাম ঢাইকা
হাতে মাইক ছিলো ছুঁইড়া মারছি গেসিলোগা ভাইঙা
তাই সবাই ভাবছে র্যাপ হয়তো গাওয়া দিছি ছাইড়া
একদিন ছাইড়া সবই যামু আমার ছন্দ থাকবো বাঁইচা
[chorus: fokir lal miah]
ঘামের পানি দিয়া গোসল করছি একটা শব্দ করি নাই
জীবন দিয়া যুদ্ধ করছি হাত উপরে উঠাই নাই
হিপ হপ নিয়া হাসছে আমরা কানছি কিন্তু ছাড়ি নাই
সাগর জাইনা সাতার কাটছি পিছন ফিইরা তাকাই নাই
hip~hop বিপ্লবের ফসল কেউ হাতে তুইলা দেয় নাই
আমগো hip~hop, আমগো ব্যাথা syndicate~এর bell নাই
শিল্প বেইচা টাকা কামাও শিল্পীর ঘরে ভাত নাই
কড়ায়~গন্ডায় হিসাব হইবো দালাল পার্টির ছাড় নাই
[verse 2: tuku]
কেউ করলে করুক না করলে নাই আমি আমার কাম করি
বাংলা rap~এর কবিরাজ তোর beat~এর উপরে বান মারি
গতি নিয়ন্ত্রণে ভাই তোর বইনে hip~hop কান্ডারি
বাংলা র্যাপের জল্লাদ আইছে বীটরে দিমু কোরবানি
মাইয়া মানষে র্যাপ গায় ধুরো এইডা কেমন কাহিনী?
ভালোবাইসা র্যাপরে উল্টা হইয়া গেছি বদনামি
আমার কাজ তো রান্না করা আমি কেনো গান লেখি?
ছেলে করলে সাবাশ ব্যাতা, আমি করলে দুশমনি
যতো গন্ডমূর্খ ভন্ড মানব উল্টা আইসা জ্ঞান দেয়
ভাগ্য ভালো আমগো দেশ তাই লেংড়া ব্যাঙও ফাল দেয়
নারী হইলে হইছে দেখবা ঠেলা গাড়িও bell দেয়
অধিকারের ধার ধারেনা টুকু, ধরলে কাইড়া নেয়
[bridge: tuku]
beat~এর উপর যখন আইসা verse ছাড়ি
তারা feel করে আমি k!ll করি
আশে পাশে যারা তারা পাশে তবু একা
দিন শেষে আমি পথচারী একাই হাঁটি
আমার বিশ্বাস আমার তরবারি
লড়ে যাবো চিরকাল যেমনে পারি
আমার নিজের উপরে আমি আস্থা রাখি
সুদিন আসবে আশা লালন করি
[chorus: fokir lal miah]
ঘামের পানি দিয়া গোসল করছি একটা শব্দ করি নাই
জীবন দিয়া যুদ্ধ করছি হাত উপরে উঠাই নাই
হিপ হপ নিয়া হাসছে আমরা কানছি কিন্তু ছাড়ি নাই
সাগর জাইনা সাতার কাটছি পিছন ফিইরা তাকাই নাই
hip~hop বিপ্লবের ফসল কেউ হাতে তুইলা দেয় নাই
আমগো hip~hop, আমগো ব্যাথা syndicate~এর বেইল নাই
শিল্প বেইচা টাকা কামাও শিল্পীর ঘরে ভাত নাই
কড়ায়~গন্ডায় হিসাব হইবো দালাল পার্টির ছাড় নাই
[verse 3: gr tanmoy]
বাংলা rap~এর পিছি সরকার এডা made in tangail sound
তোর বারি ঘর মহল্লা গলি গুইরাই মারে round
কসাই বাংলা র্যাপের স্টুডিও আমার হইলো বরফ কল
এনে বিট রে করি মারডার আর তুই হুনস ফলাফল
এই নাম ধাম আর cash, এডার builder আমি নিজে
দিন তোগোডা নাই রে পাগলা তোগো gang~ই পিছে
day one থিকা দেইখা বেকটি ওই নাই নিজে common~ডা
ব্যাকটির লগে মিলাইছ না রে, হিসাব আমগো অন্যডা
এই খয়রাতি support গুনতার বাইরে আমগো demand market~এ
আমগো ওস্তাদ নাইকা আছে হাত দা বানান সারগেতে
আগের ভাউ বদলাইছে বাংলা rap এহন যায় dollar~এ
হাইসা কইতি future নাইকা এহন দেখ এই পোলারে
কতো হাইনকা মাতবর scene~এ ওইছে এডি ব্যাকটি তো বেওয়ারিশ
হেইদিনকার fan rapper অইছে হুনছো ভাইস্তারই হাদিস
kindergarten nursey rapper ব্যাকটি দেখলাম একসাথে
bluetooth আমল থিকা একাই এহনো কেউ নাই দেখ সাথে
[chorus: fokir lal miah]
ঘামের পানি দিয়া গোসল করছি একটা শব্দ করি নাই
জীবন দিয়া যুদ্ধ করছি হাত উপরে উঠাই নাই
হিপ হপ নিয়া হাসছে আমরা কানছি কিন্তু ছাড়ি নাই
সাগর জাইনা সাতার কাটছি পিছন ফিইরা তাকাই নাই
hip~hop বিপ্লবের ফসল কেউ হাতে তুইলা দেয় নাই
আমগো hip~hop, আমগো ব্যাথা syndicate~এর bell নাই
শিল্প বেইচা টাকা কামাও শিল্পীর ঘরে ভাত নাই
কড়ায়~গন্ডায় হিসাব হইবো দালাল পার্টির ছাড় নাই
[outro: fokir lal miah]
দেয় নাই !
syndicate~এর bell নাই
ভাত নাই !
ছাড় নাই !
Lirik lagu lainnya:
- lirik lagu bound to break - great descend
- lirik lagu шерра (msh) - отрывайся(never mind)
- lirik lagu butcher brown - unwind
- lirik lagu prxncess møshi iii - whole afternoon
- lirik lagu jackson ivie - 4ever
- lirik lagu le phénix - un/24/temps/04/pour/18/elle
- lirik lagu gateway worship - one true god (live)
- lirik lagu luna kills - hallucinate
- lirik lagu k1llbrady - countwithmyeyesclosed
- lirik lagu ysoffline - nz burning