lirik lagu farooque bhai project - shuno pls
[chorus]
শুনো please
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
[verse]
পারি না ভাসতে
বেচেঁ আমি এত কষ্টে
খালি পারি না হাসতে
বাজে guitar এত আস্তে
আর আমি না
যাবো না, যাবো না
না খুঁজে তোমাকে প্রতি কোনা
আমি ময়লা~আবর্জনা (fish)
নদী ভরা মাছ আর আমি পোনা (fish)
আমি যে ভর্তা, তুই মরিচের তেল (কী spicy!)
খুঁজে সত্তা আমি যে fail (না খুঁজে পাইসি)
মাঝ রাত আমি ঘুম~ঘুম
phone দিয়ে বলো
মনের রুম এখন খালি
vroom~vroom এসে পড়ো তাড়াতাড়ি
[chorus]
শুনো please
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
[bridge]
বাঁচতে জানো, ভাসতে জানো না
বাঁচতে জানো, ভাসতে জানো না
[chorus]
শুনো please
একটুখানি
একটুখানি কথা ছিলো
একটুখানি
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
তুমি কি ফাঁন্দে পরেও বাঁচতে জানো?
তুমি কি ভাসতে জানো?
আমি তো ভাসতে জানি না, না, না
excuses me!
একটুখানি কথা ছিলো
আশা ছিলো, ভালোবাসা ছিলো
মহাসাগরেও তুমি ভাসতে জানো
তুমি কি বাঁচতে জানো?
আমি তো বাঁচতে জানি না, না, না
Lirik lagu lainnya:
- lirik lagu cagework - eileen
- lirik lagu the boy (gr) - σιμόν σουλ (simon soul)
- lirik lagu zibex - p!3rd0l0ny przypał
- lirik lagu navid - saaghi
- lirik lagu amelia curran - time's a ticker
- lirik lagu shawn christmas - kizuna no kiseki
- lirik lagu bb sway - how will i get there?
- lirik lagu yungchip - заповіт (will)
- lirik lagu xoleanr - blood in my bathtub
- lirik lagu shae/anti - שאיי/אנטי - gig (mbappe) - גיג (אמבפה)