lirik lagu emon khan - bukete haat rekhe bolo
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
((((mazhar))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
(((((music)))))
কত দিন ঘত হলো দেখিনা তোমার ছাঁদ মুখ.
একা একা কাঁদি আমি হয়তো শুনেছ তুমি
সেই তো তোমার বড় সুখ.
কত মান অভিমান বলেছ যানের যান
তুমি ছাড়া এই জীবন চাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা.
(((())))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
(((((music)))))
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যত্নে.
সারা খনি ভাবি আমি সেই কথা জানো কি তুমি
নিশ্ব তুমি বিহনে.
এই মনের আঙিনায় তোমাকে ছাড়া
অন্য কিছু ভেবে পাইনা.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমার কি মনে পড়েনা
চোখেতে চোখ রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
কত দিন কত রাত এই বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না.
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
Lirik lagu lainnya:
- lirik lagu widya nada qasidah - modus
- lirik lagu cale dodds - out of my system
- lirik lagu kado - pouki se mwen
- lirik lagu payung teduh - mari bercerita (feat. ichamalia)
- lirik lagu jes - get me through the night
- lirik lagu pia mia - ocean drive
- lirik lagu kris biantoro - jangan ditanya kemana aku pergi
- lirik lagu red marlow - i pray
- lirik lagu kamille - raindrops
- lirik lagu comunidade católica shalom - feito para amar