
lirik lagu dwijendralal roy & sagnik sen - dhono dhannye pushpe bhora vintage
[chorus]
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
[verse 1]
চন্দ্র সূর্য গ্রহতারা
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে
[chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
[verse 2]
এত স্নিগ্ধ নদী কাহার
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিতক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে
[chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
[verse 3]
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে
[chorus]
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
[outro]
ভাইয়ের মায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি
Lirik lagu lainnya:
- lirik lagu julia león - santa bárbara
- lirik lagu khel pangilinan - burn
- lirik lagu fresh verse - pains
- lirik lagu frank mccomb - i'd be a fool
- lirik lagu zulan & kidwild - match my speed
- lirik lagu burn the ballroom - recess
- lirik lagu duck thieves - for the love not the money
- lirik lagu the dankerneers - mein herz fährt achterbahn (bonus track)
- lirik lagu okashe - old me
- lirik lagu rémy - histoire d'un mec de cité