lirik lagu deshi mcs - boma haamla
[intro: mc mugz]
yeah, boma hamla part two
[verse 1: mc mugz]
listen, দুই চোখ বন্ধ করো, মনে কল্পনা করো
আমার কথা গুলো ছবির মতো এঁকে তুলে ধরো
সময়টা ছিল ঠিক এগারোটা পাঁচ
train থেকে প্রথম পাড়া দিয়ে দেখি এক ধাঁচ
আমার ঘর অন্ধকার, চাকরির জন্য আসি ঢাকা
লোকে বলে এ নগরে নাকি সময় মানে টাকা
চাকরিটা না হলে আমার জীবন অন্ধকার
সবকিছু হাহাকার আমার ঘর~সংসার
ঘরে নেই কোন চাল~ডাল সেই পুরনো চাদর
অশান্তির জীবনে আমার নেই কোন আদর
ঘরে সময় কাটে না, কাটে না যে দিন
interview~র সময় ছিল ঠিক এগারোটা তিন
হেঁটে হেঁটে দিন পার ভালো আগে না যে কষ্ট
মাথার ঘাম পায়ে ফেলে যদি হয়ে যায় নষ্ট
এটা অন্য একটা দুনিয়া মানে অন্য একটা জগত
সময় কথা বলে সবকিছু চলে নগদ
প্রতিটি লোকের মুখে তুলে ধরে একটি গল্প
চিন্তাধারা অনেক বড় কিন্তু স্বপ্ন দেখে অল্প
যা হবে ভালোর জন্য হবে হতে তাকে দাও
সব কষ্ট না দিয়ে আমার জীবন নিয়ে নাও
[instrumental break]
[verse 2: mc mugz]
ঘটনাটা খুলে বলি কল্পনা করে দেখ
আজ একশে আগস্ট grenade attack
শত শত মানুষের ভিড়ে আমি একজন
কেন যেন মনে জীবন আর কিছুক্ষণ
হঠাৎ ডান দিক থেকে শুনি বিকট একটি শব্দ
কেড়ে ছিঁড়ে নিয়ে গেল কত মানুষের স্বপ্ন
চারদিকে কালো ধোঁয়া রাস্তাতে রক্ত
শত শত লাশ পড়ে আছে নিস্তব্ধ
মঞ্চের মাঝে কেন আমার মেরে ফেলে?
সবাই আমার নিয়ে খেলে আবার আমার নিয়ে হাসে
প্রতিটি দিন মানে দুর্নীতি আর প্রতিটি ঘটা মনে একটি করে লাশ
টাকা দিয়ে বিড়ি ধরাও, বাড়ি~ঘরে আগুন জ্বালাও
সবকিছূর দাম বাড়াও, আরও শুনো দাঁড়াও
বন্ধ করো অবরোধ নইলে নেবো প্রতিশোধ
জনগণ যে চেতে গেলে পাবে না যে প্রতিরোধ
রংবাজি, চাঁদাবাজি, বোমাবাজির বাপে হাজী
জনগন মুখ খুললে বলে ঘটনাটা কী?
প্রতিটি জনগণের নেই কোনো নিরাপত্তা
এইটাকে আমরা সবাই বলি বোমা হামলা (বোমা হামলা)
Lirik lagu lainnya:
- lirik lagu icevvay - west souce
- lirik lagu latwogang - friendzone
- lirik lagu dan (pop) - take you up there
- lirik lagu blind hex - fly
- lirik lagu baloosh - ik noget for mig
- lirik lagu bellwether (minneapolis) - west end
- lirik lagu the toilet bowl cleaners - fingernails in my poop
- lirik lagu victoria whitlock - resting on my laurels
- lirik lagu julie bergan - waste a tear
- lirik lagu qaarma - windrun