lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu deshi mcs - ajob pechal

Loading...

[chorus: mc shaq]
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না
না, না, করিস না
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না (let’s go)
না, না, করিস না

[verse 1: skibkhan]
হটাৎ করে কি হলো সবার মুখে এক নাম
এইটা আবার কোন সিডি? এবার কত টাকা দাম?
engladeshi, ganjam, new age, baap re baap
পাকা পেঁপে লাভ নাই, লাভ নাই মুস্তাকিমের চাপ
সব আজগুবি পাকা ফল কল্পনার বাইরে
আরে ড্রাগনের আগুনে কোন তাপ তো নাইরে
banned শুনে সবই বলে এই অ্যালবাম চাই রে
সময় নষ্ট না করে ধরলাম তামিম ভাই রে
মুখ খুলে mic~এর সামনে ছাড়লাম আগুনের বৃষ্টি
আমার শক্ত শব্দ দিয়ে আবৃত্তির সৃষ্টি
আরে থাম বলো তো নাম টা কী?
skibkhan on the mic, deshi mcs
আরে raw মানে কড়া, তাইলে শুকনা তা ধরা
mugz কই গেলি? আরে শুকনাটা ধরা
skibkhan briggas, haters gonna fade away
ayo, j~doc tell ‘em that we here to stay (ah!)
[chorus: mc shaq, mc mugz]
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না
না, না, করিস না
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না (ওই শোন)
না, না, করিস না
[verse 2: mc mugz]
এই media জগতে দেখসি জায়গায় জায়গায় ক্যাচাল
deshi mcs~এর নামে শুনি আজব আজব প্যাঁচাল
and some people don’t appreciate us doin’ something new
so i put up my middle finger and say, “f~ you”
খায়া লইয়া কাম নাই, মাইনসের কাছে দাম নাই
পেটে কোনো ভাত নাই, নাম রাখছে নাম নাই
তোর বান্ধবীর লগে হালা আমি মারি টাঙ্কি
জিজ্ঞেস করি আপনি পাকা পেঁপে খান~কি?
আর ইন্টারনেটে আছে কিছু বালের মাতবর
জাগো রাস্তায় পাইলে দিমু গালে থাপ্পড়
আর কাঁটা তাঁরের বেড়া’র superhit গান গ্যাঞ্জাম
সবাই ভাবছিল deshi mcs~এর অ্যালবাম
এই chocolate পোলাপাইনের একটাই problem
8 mile ছবি দেইখা হইতে চায় eminem
50 cent~এর মতো মাজার নিচে পরে প্যান্ট
হালায় আজব মার্কা পোলা করে দেখি rock band

[chorus: mc shaq]
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না
না, না, করিস না
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না
আজব ক্যাচাল~কাহিনী, করিস না
না, না, করিস না
আজব প্যাঁচাল পারিস না, না পারিস না
প্যাঁচাল পারিস না


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...