lirik lagu dan phillipson - i've found you
ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
সে যে সপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজন এমন ধারা
কোথায় এমন খেলে তৈরি, এমন কালো মেঘে
ও তার পাখির দাকে ঘুমিয়ে পরি পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধুর্ম পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তোলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়ে আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তমার চরন দুটি, বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি
আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
Lirik lagu lainnya:
- lirik lagu baby rasta & gringo - qué será de mi
- lirik lagu irama - tornerai da me
- lirik lagu tha unknown - someday
- lirik lagu lerica - recordando el beso
- lirik lagu renegade hit makers - more than words
- lirik lagu mr key & greenwood sharps - icarus instinct
- lirik lagu seafoal - van gogh
- lirik lagu bill fay - underneath the sun
- lirik lagu гарри топор - дико агрессивен
- lirik lagu ida corr - down