lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu cyanide bangladeshi band - rod jhor bristy

Loading...

ঝিম ধরা মেঘ বারে বারে থমকে যায়
যাবো কি যাবো না ভেবে দিন কেটে যায়
কখন জানি হঠাৎ বৃষ্টি হয়
আজও যদি প্ল্যান অচিরেই ভেস্তে যায়

ধোঁয়াশে আলো চুপি চুপি উকি দেয়
এই মন খালি দোটনায় পড়ে যায়
আবার যদি শুরুটা ফিকে হয়
এসব ভেবে আর কী হবে ধুর বাল

কত শত কল্পনা হাজারো আবদার
তুমি আমি একসাথে হাটবো সারা বিকাল…..

রোদ জ্বলা দুপুরে তুমি নীল শাড়িতে
চায়ের কাপেতে চুমুক ঝড় তোলে আকাশে
রোদ ঝড় বৃষ্টিতে ঘুঙুর পায়ে হেটে
চুল গুলো উড়িয়ে ধুলোময় বাতাসে

গোলকধাঁধার ঘূর্ণিপাকে পড়ে
পাবো কি পাবোনা ভেবে দিন কেটে যায়
হয়তো জানি তুমি আমার না হয়েও
আজও যদি তুমি স্বপ্নেই থেকে যাও

খুনশুটি আর ঝামেলার মাঝে মাঝে
ভাবি বসে বসে সিনেমাই ঠিক আছে
হঠাৎ ফোনে ক্রিং ক্রিং শব্দ হয়
কিজানি কী হবে আবার ধুর ছাই
কত শত কল্পনা হাজারো আবদার
তুমি আমি একসাথে হাটবো সারা বিকাল…..

রোদ জ্বলা দুপুরে তুমি নীল শাড়িতে
চায়ের কাপেতে চুমুক ঝড় তোলে আকাশে
রোদ ঝড় বৃষ্টিতে ঘুঙুর পায়ে হেটে
চুল গুলো উড়িয়ে ধুলোময় বাতাসে

ঝিম ধরা দুপুরে তুমি নীল শাড়িতে
অলস বিকেল যেন প্রেম খোঁজে ঘুমিয়ে
তুমি আমি একসাথে নিয়ন আলো সন্ধ্যাতে
ভেবে ভেবে দিনটা গেল তুমি গেলা হারিয়ে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...