lirik lagu cryptic fate - bicchu
খুঁজে…
খুঁজে পাবি না তাদেরকে তুই
চোখে…
তোর চোখে ধূলো দিয়ে পালাবে সেই
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
গুপ্ত…
গুপ্তচরের মতো করছে সে কাজ
ছোট্ট…
ছোট্ট হাতে তার একমুঠো বাজ
সামনে নিমেষে, সামনে যা আসে, জানের উপর বাজি রেখে
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
ওরে…
ওরে, দেখ তোরা আমার এই বিচ্ছুর দল
কামড়ে…
কামড়ে দিয়ে ওদের করবে অচল
এই পুঁচকে ছোকরাগুলোর সাহস দেখে বেড়ে যায় আমার মনোবল
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
দেখো…
এ কেমন উন্মাদনা
দেখো…
এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা
করো তোমার খেলা
তোমার খেলাতেই
হবে বিজয় মেলা
তাই…
তুমি তাই
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
Lirik lagu lainnya:
- lirik lagu sick animation - oh jesus
- lirik lagu fábia rebordão - qualquer dia
- lirik lagu buzzkill - endgame
- lirik lagu bongtower - apollo 11
- lirik lagu barbie cast - multiplayer
- lirik lagu sina (ita) - vintage / bla bla
- lirik lagu justin bieber and quavo - intentions
- lirik lagu ellen loo (盧凱彤) - hey boy (ellen & the ripples band v live)
- lirik lagu l.a. girlfriend - good girls
- lirik lagu christophe willem - restart