
lirik lagu critical mahmood - barabari
[chorus]
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
জানে না তো কেউ, জানে না তো কেউ
ঘরে আগুন আমি ছাড়া কেউ নাই
বারে দ্বিগুণ খোঁজ নেওয়ার কেউ নাই
মৃত্যুর ডাকে আমি হেয়ার যাই
নিজ হাতে কখন জানি কি হয়ে যায়
মনের ভেতর আমার অদ্ভুত এক যন্ত্রণা
ঘুমের ওষুধ বাড়ে ঘুম তবু আসছে না
আমার ভেতর জমা কথাগুলো থামছে না
ফ্যানে বাঁধা দড়ি গলা থেকে নামছেনা
ঘরে আগুন জানেনতো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
জানে না তো কেউ, জানে না তো কেউ
[post~chorus]
বারাবারি করে সর্বশান্ত মন
মহাকাশে ভেসে যাচ্ছে সারাখন
চোখ খুলে তুমি দেখছো যা কিছু
কেটে যাওয়া দিন গুলো ছোট্টো উদাহরণ
[verse 2]
কারণ~অকারণে কে রাখে কাকে স্মরণে
রাতের আকাশে তারারা থামেনা বারণে
এ মস্ত বড় বাঁধা অসুস্থ মনে প্রাণ
বিশ্বস্ত থাকে না বিষাক্ত হয়ে দেয় প্রমাণ
কি করে জানি বিপদে হয়রানি এতো
টাকা যে দামি বিপাকে থাকে না যে মূল্য
সমতূল্য শক্তিশালী স্বপ্ন এতোটা ভিন্ন
পৃথিবী সমাচারে ভোগে অন্তরেতে সবায় শূন্য।
ঘরে আগুন জানেনতো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
জানে না তো কেউ, জানে না তো কেউ
[post~chorus]
বারাবারি করে সর্বশান্ত মন
মহাকাশে ভেসে যাচ্ছে সারাক্ষণ
চোখ খুলে তুমি দেখছো যা কিছু
কেটে যাওয়া দিন গুলো ছোট্টো উদাহরণ
বারাবারি করে সর্বশান্ত মন
মহাকাশে ভেসে যাচ্ছে সারাক্ষণ
চোখ খুলে তুমি দেখছো যা কিছু
কেটে যাওয়া দিন গুলো ছোট্টো উদাহরণ
[chorus]
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
ঘরে আগুন জানে না তো কেউ
জানে না তো কেউ, জানে না তো কেউ
Lirik lagu lainnya:
- lirik lagu manya plak, kvantofka - роблокс дрим
- lirik lagu natasha hunt lee - training wheels
- lirik lagu the kramers - take heed, my son
- lirik lagu pixelspider - take it all back
- lirik lagu iceod & cizaya - back da’ fuck up!
- lirik lagu chuy montana - no fue suerte
- lirik lagu гадость (gadost`) - goxd!!!!!
- lirik lagu lunar c - can't help myself
- lirik lagu natalie van - simple enough
- lirik lagu el-a-kru - off limits