lirik lagu coke studio bangla - dewana (দেওয়ানা)
[chorus: murshidabadi]
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
[instrumental break]
[verse 1: murshidabadi]
সৃষ্টি হতে আদম সফি
ভবে এলেন যতো নবী
সৃষ্টি হতে আদম সফি
ভবে এলেন যতো নবী
তারাই ছিলো আসল পাগল
তারাই ছিলো প্রেমের পাগল
আশেক দেওয়ানা
[chorus: murshidabadi]
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
[instrumental break]
[guitar solo]
[verse 2: murshidabadi]
আল্লাহ নবী প্রেম করিয়া
ভবে আছে লুকাইয়া
আল্লাহ নবী প্রেম করিয়া
ভবে আছে লুকাইয়া
তারাই ছিলো আসল পাগল
তারাই ছিলো প্রেমের পাগল
আশেক দেওয়ানা রে
[chorus: murshidabadi]
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
[instrumental break]
[trumpet solo & beatboxing]
[verse 3: shuchona shely & tashfee]
কোথা সে আশেক বন্ধু কোথা সে সখা
না পাইলাম ঠিকানা তার, না পাইলাম দেখা
কোন সে আশেক দেওয়ানা
দুনিয়া আজব কারখানা
এ মনের মোহর গুইনা গুইনা পইড়া থাকি একা
কে জানে কোথা তার
রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে
হাফতা হাফতা যায়
খুঁজে কি নেবে সে ঝিলমিল চোখের আঙিনায়?
ভরসায় দু’টি চোখ আসমানী সাজাই
[verse 4: choir]
পাবি কি, পাবি কি, জিয়া সে আশিকি?
পাবি কি তাকে ভালোবাসায়?
যাবি কি, যাবি কি, নাও এ তার বাড়ি কি?
ভেবে রূপসী হৃদয় ভাসায়
[verse 3: shuchona shely & tashfee]
কে জানে কোথা তার
রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে
হাফতা হাফতা যায়
খুঁজে কি নেবে সে ঝিলমিল চোখের আঙিনায়?
ভরসায় দু’টি চোখ আসমানী সাজাই
[bridge: ripon, murshidabadi]
মওলা রে, মওলা
মওলা রে, মওলা
গা গা রে রে সা
নি নি সা নি ধা পা
গা গা রে রে সা
নি নি সা নি ধা পা
গা গা রে রে সা
নি নি সা নি ধা পা
সা নি সা নি নি ধা নি ধা পা ধা
মা পা মা গা মা গা রে রে গা মা পা
নি নি সা নি সা নি নি সা নি সা নি নি সা নি সা
[verse 4: murshidabadi]
চাঁদমদন কয় আশেক হইয়া রে
চাঁদমদন কয় আশেক হইয়া
দিল রওশনে লও খুঁজাইয়া
চাঁদমদন কয় আশেক হইয়া
দিল রওশনে লও খুঁজাইয়া
গণি কয় এসে ভবে
গণি কয় এসে ভবে
মানুষ মুর্শিদ বোঝলাম না
[chorus: murshidabadi & choir]
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
আশেকজন দিওয়ানা
মরণের ভয় রাখে না
মরণের আগে মরে
অরসিক তা জানে না
Lirik lagu lainnya:
- lirik lagu bun b & statik selektah - building bridges
- lirik lagu bun b & statik selektah - in my hand
- lirik lagu миша плесень (misha plesen) - y2k
- lirik lagu canaan dove amber - take off your face
- lirik lagu we are kuzko - found myself
- lirik lagu elias niemietz - back
- lirik lagu nadia - embers of wind
- lirik lagu sharpe family singers - how far i’ll go - single
- lirik lagu alicat - u&i
- lirik lagu likitty - crushing machine