lirik lagu coke studio bangla - deora (দেওরা)
[verse 1: pritom hasan, ghaashphoring choir]
এত সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
তাতে…
হাতে লাগে রে
হাতে…
[chorus: islam uddin palakar]
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে, আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া
হায় হায়, বসতে দেবো পিড়া
আরে, জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[verse 2: ghaashphoring choir]
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল
[pre~chorus: fazlu majhi, ghaashphoring choir, pritom hasan]
আরে, আইজকা মোরা বাইচাল বাইছি মনেরই মতন
হায় হায়, মনেরই মতন
দেখো, বাইচ খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দাও, সোনার দেওরা রে
হায়রে, আগা লায়ে বৈঠার সাথে মারবে তোমরা টান, হেঁইয়ো
আর ঝড়~তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[chorus: islam uddin palakar & ghaashphoring choir]
আরে, হাতে লাগে ব্যথা রে
হাতে লাগে ব্যথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
[outro: pritom hasan, islam uddin palakar, ghaashphoring choir]
এত সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে?
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
Lirik lagu lainnya:
- lirik lagu ⛧5k@706oinya production⛧ - водныйh20
- lirik lagu jimmy van zetel - altijd weekend
- lirik lagu uselessmeat - буэээ (bueee)
- lirik lagu la cantina - bauma
- lirik lagu misumi - 死に場所じゃない (it's not a place to die)
- lirik lagu びわ湖くん (biwakokun) - 滋賀県民の歌。2 (shiga kenmin no uta. 2)
- lirik lagu natasa theodoridou - δεν σε ξεπέρασα (den se xeperasa)
- lirik lagu torturechain - limbs in my truck
- lirik lagu the dawn retreat - the fear
- lirik lagu marrich - heartbreak