
lirik lagu coke studio bangla - bonobibi
[intro: jahura baul]
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
[verse 1: jahura baul, bauls]
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জ্যৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জ্যৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
[chorus: shibu k~mer shill]
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
তামাটে শরীর পোড়ে
কিষাণীর ঘামে ভেজা মুখ
লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না আমার কান্না ঝিরিপথ হয়ে নামে
[chorus: shibu k~mer shill]
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
[instrumental]
[verse 2:jahura baul, bauls]
সুবোধ ফলায় সুবাসের জমি
সাঁওতাল গ্রামের পাশে
নোঙর ফালাইলো মাঝি
সোজন বাইদার ঘাটে
বাঁশির সুর ভাইসা আইলো
দূরে সুলতানের গাঁ
মটর শাকে পেঁচাইয়া ধরলো নববধুর পা
মটর শাকে পেঁচাইয়া ধরলো নববধুর পা
আঁটি ধান শক্ত বাহু
আজগর হাটে আড়ে
জমিলা ঢেকিতে পার
মারে গানের তালে
[bridge:jahura baul, bauls]
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
হো হো হো…
[verse 3: shibu k~mer shill]
পোকামাকড়ের কুহক বাজে সবুজ অন্ধকারে
ঘন জঙ্গলে ময়ূর নাচে আদিম তালে তালে
তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুকে
এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে
[chorus: shibu k~mer shill]
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
মিথ্যে বাঘের গল্প শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
[outro: shibu k~mer shill, jahura baul]
ও পাখি…
ও রাখাল…
বনবিবির পায়ে রে
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
ও, ও, ও পাখি
ঠোঁটে তুলে নাও খড়কুটো গান
ও, ও, ও রাখাল
পৃথিবীর শেষ গানটা শোনাও
Lirik lagu lainnya:
- lirik lagu koto (ita) - dragon's legend
- lirik lagu mickey jupp's legend - hole in my pocket
- lirik lagu róisín murphy - can’t replicate 12” edit
- lirik lagu earl hayes - suicide
- lirik lagu pedro the godson - come with me (remix)
- lirik lagu uncleflexxx - ей нужен только секс (she only wants sex)
- lirik lagu mistah kye - everyone keeps asking
- lirik lagu boldy james - shooter
- lirik lagu 17 letters - heart on my sleeve
- lirik lagu stiffy - sin bajar un cambio