lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu chandrabindoo - ebhabeo phire asha jay

Loading...

ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন

ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর~চোর খেলায়
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর~চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে
আমাকে কি কিছু বলছেন?

বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়

খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
খুনসুটি, গান, হাসি, মেয়ের দল
ভালো লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল, আর অনুরোধ ছিল
আরেকটা বাউল শোনান

কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
কটকটি, চ্যাপ্টি, ফুলঝুড়ি
ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে
খিমচি বা খামচির অকারণ আদান~প্রদাণ

বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল
আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়

আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
আড্ডা বা গান শেষ হয় যখন
কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে, ধুচ্ছাই, পাড়াগাঁয়ে
ছাইপাশ জমা অ্যাশট্রে

কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
কানে লেগে থাকা সেই আর্তনাদ
দু’টো দিন থেকে গেলে পারতো না
তাই আড্ডার ঠেকে হোক, সাউথের লেকে হোক
না জানিয়ে চলে যায় ট্রেন

চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি
রিকশার ভীষণ তাড়ায়
হয়তোবা কোনোদিন সে সাহস ফিরে পাবো
আগামীর কোন সংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়
এভাবেও ফিরে আসা যায়


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...