lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu chabi - majhpoth

Loading...

পেয়েছো কি নতুনত্বের নামে?
সংগ্রামের নামে
ছেড়েছো কি
পুরানো শন্ত্রাসগুলো
আজ যেন আধারে।

অনেক দিনের যুগান্তরের সৃষ্টি
দিবে কি আমায় মুক্তি
নাকি দিবে আশা
আবেগী মন যখন দিবে চিৎকার
বেছে নাও দিক তোমার
তাহলে পাবে আস্থা

তোমার এলোমেলো দৃষ্টি
সামলে রাখো না হইলে
রাখো চাবি মেরে দিবে
বেঁচে কিনে খাবে শবে

don’t tell me i have come all this way
just to be left behind
to be left behind
do tell me why all these odds are
stacked against me
overwhelming me

নিজেকে কি ভাবো?
রাজা হয়ে বসেছো
অপরাধ করেছো
এই হিংস্র সিংহাসনে
নিজেকে কি মনে করেছ
জীবনের দাম দ্রব্য মূল্য
অহংকারের সমুদ্রে ভেসে
নীল আকাশের নিচে
লাল।

তোমার এলোমেলো দৃষ্টি
সামলে রাখো না হইলে
রাখো চাবি মেরে দিবে
বেঁচে কিনে খাবে শবে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...