![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu blue jeans (bd) - kodom
[verse 1]
তবু এভাবে সময় আমার কেটে যাবে তোমাকে ভেবে
তোমায় নিয়ে স্বপ্নগুলো ভোর হলে যায় যে ভেঙে
আকাশ মেঘে বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে
তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত জড়িয়ে?
[chorus]
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
[instrumental break]
[verse 2]
দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে
হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে
পথের ধারে তোমার আশায় ভালোবাসার ধূসর আলোতে
আছি দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ঝরাতে
[chorus]
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
[guitar solo]
[chorus]
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
roadside food আর বৃষ্টি, নীল শাড়িতে লাগছে মিষ্টি
এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে
এক গুচ্ছ…
Lirik lagu lainnya:
- lirik lagu lane battles - smooth like metal
- lirik lagu lila wilde - party with barbie
- lirik lagu spookybands - take her home with me
- lirik lagu diamond deuklo - c.l.y.d.e
- lirik lagu charlotte day wilson - take care of you (remix)
- lirik lagu del water gap - coping on unemployment
- lirik lagu ntò - è tutto overo
- lirik lagu shxrrff - bleed 4 me
- lirik lagu antagony - beneath the black
- lirik lagu brapenyi - df california