lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu black - tumi ki sara dibe

Loading...

(তুমি কি সাড়া দিবে? আবারো কি সাড়া দিবে?)

এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে
মন থেকে মনে শব্দ ছড়াচ্ছে (x2)

তুমি কি সাড়া দিবে?

ফেরারী বাতাসে বন্ধুর ডাকা ডাকি
হারিয়ে যাওয়ারই ইচ্ছা সবার

তুমি কি সাড়া দিবে?
আবারো কি সাড়া দিবে? (x2)

[instrumental break]

বোহেমিয়ান বাতাসে চল হেঁটে যাই
একই সাথে একই সুরে আমরা সবাই

[instrumental break]

লক্ষ্য হারিও না
স্বপ্ন ছেড়ো না
ডাকছে জীবন
তুমি বসে থেকো না।
তুমি কি সাড়া দিবে?
ফেরারী বাতাসে বন্ধুর ডাকা ডাকি
হারিয়ে যাওয়ারই ইচ্ছা সবার

তুমি কি সাড়া দিবে?
আবারো কি সাড়া দিবে?

তুমি কি সাড়া দিবে?
আবারো কি সাড়া দিবে?

তুমি কি সাড়া দিবে?
আবারো কি সাড়া দিবে?

তুমি কি সাড়া দিবে?
আবারো কি সাড়া দিবে?

তুমি কি সাড়া দিবে?


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...