lirik lagu black - shokarto upokul
Loading...
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই, জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত ক্ষয়ের পাশে
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
আমি বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
তোমাকে দেখতে পারছি না কেন?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন?
Lirik lagu lainnya:
- lirik lagu boyd rice - total war
- lirik lagu rubberbandrocko - loudpack
- lirik lagu emerson star - pistol grip
- lirik lagu lil house phone - keep that
- lirik lagu jeff rosenstock - scram
- lirik lagu macaia records - linda mulher
- lirik lagu flairs & riad sattouf - on s'sert les coudes
- lirik lagu ill $werve - a new low
- lirik lagu れをる (reol) - ハーメルン (hameln)
- lirik lagu hüseyn dərya - dərviş rep