lirik lagu bibhas b - priyo campus (প্রিয় ক্যাম্পাস)
ছোট ছোট কিছু টুকরো গল্পে বাঁধা
এলোমেলো কিছু স্মৃতিতে সাজানো
তুমি আমি আর ঐ হারামী সার্কেলটা
কিলো হেঁটে হেঁটে ভাবছি কত শত
টিনশেড ছায়া ছোট্ট টংটা ঘিরে
বসে মনে পড়ে ফেলে আসা দিনগুলো
ক্লাস, ড্রপ আর হাজারো গানের ফাঁকে
মামা, শুধু চা, নাকি আরও কিছু?
হুট করে ট্যুরে সবগুলো রেডি
বাসে গলা ছেড়ে কেউ জেমস, কেউ ab!
পরদিন টার্ম টেস্ট, আরে পেরা নাই
আগে ফটো আপলোড শেষ করি!
ক্লাস দিয়ে ফাঁকি
সিনিয়রের ঝাড়ি
সিজির গুল্লি মেরে রাতভর পার্টি
হঠাৎ কাউকে দেখে ক্রাশ খেয়ে ফিদা
পাশ থেকে ফ্রেন্ড বলে ওটা তোর ভাবি!
এই সেদিনই তো র্যাগ খেয়ে চুরমার
মা’কে ফোন দিয়ে “থাকবোনা আমি আর!”
আজ দেখি কেটে গেছে হাজারো দিন
খুব চাইলেও ফেরা তো যাবেনা আর!
প্রিয় ক্যাম্পাস
স্বপ্নের খোঁজে আসি
প্রিয় ক্যাম্পাস
চায়ে দুধ চিনি বেশি
প্রিয় ক্যাম্পাস
ড্রপ দিয়ে এসে হাসি
প্রিয় ক্যাম্পাস
লুকিয়ে ভালোবাসাবাসি
প্রিয় ক্যাম্পাস
রাতে ব্রীজে বসে গান
প্রিয় ক্যাম্পাস
শীতে কুয়াশায় স্নান
প্রিয় ক্যাম্পাস
সব মান অভিমান
প্রিয় ক্যাম্পাস
ভালোবাসে যাবো অবিরাম!
কত শতশত অজানা মুখ
হঠাৎ করে হয়ে যায় যেন সবচেয়ে আপনজন
গ্রীষ্মতে পুড়ি, বর্ষাতে ভিজি
আর শীতে কেঁপে জানাই বসন্ত আমন্ত্রণ
একদিন কারো খোঁপার কাঠগোলাপে
থেমে যায় যেন হৃদয়ের স্পন্দন
লেডিস হলের সামনে দাঁড়িয়ে দেখি
অলরেডি এংগেইজড আছে তার মন!
ধোঁয়ায় ভাসিয়ে দুঃখের গাড়ি
রুমে ফিরে শুনি খালা চলে গেছে বাড়ি!
ভোররাতে বসে পরোটা পর্ব সেরে
চায়ের চুমুকে দেখি সূর্যের হাসি!
কত নির্ঘুম রাত সেরে প্রোগ্রাম
পড়া ফেলে দলবেঁধে পেছাও না এক্সাম!
এতসব শেষে ঘড়িতে তাকিয়ে দেখি
সময়তো শেষ, হাতে ফেয়াওয়েলের খাম!
Lirik lagu lainnya:
- lirik lagu michael feinstein - the moon's a harsh mistress
- lirik lagu night in gales - winterspawn
- lirik lagu bridget allan - corrupt screams
- lirik lagu chris - two by two
- lirik lagu 9lokknine - timeless
- lirik lagu wood carver and the hard hearted - greener brown
- lirik lagu yn.jordan - blasting
- lirik lagu ryan herron - can't
- lirik lagu thegreatlegend - kadhal kolludhey
- lirik lagu droopyd - 100%