lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu bhanga bangla - natok

Loading...

আব্বু খালি কাজ করে, কাজ করে
ছোট কালে মনে পড়ে, মনে পড়ে
আম্মু খালি রান্না করে, রান্না করে
নামাজ পড়ে কান্না করে, কান্না করে
চিন্তা করে মাথা ঘুরে, মাথা ঘুরে
সবাই খালি গল্প করে, গল্প করে
ঝামেলা চাই না

no, no drama

আমি ওদের মতন না তো
আমি ওদের মতন না না না

কথা বার্তা ‘বাহ বাহ’
সবাই বলে, “বাহ বাহ বাহ”

আমি ওদের মতন না তোহ
আমি ওদের মতন না না না

আম্মু ডাকে, “বাবা, বাবা”
কাপড়~চোপড়, বাহ বাহ বাহ

illuminati না তো
আমার জীবন নাটক
ছোট বেলায় দুষ্টু ছিলাম
সবাই ডাকত ‘পাগল’
ওরা বলতো, ‘নষ্ট’
চোখে দেখো কষ্ট
illuminati না তো
আমার জীবন নাটক
ছোট বেলায় দুষ্টু ছিলাম
সবাই ডাকত ‘পাগল’
ওরা বলতো, ‘নষ্ট’
চোখে দেখো কষ্ট

not illuminati
angels all with me
people in my dm
say they want to meet me
love me like keke
but half of them hate me

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
আমি হয়ে যাবো পাগল

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
জীবন হলো নাটক
আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না
কথা কাউকে বলি না, বলি না
ওরা বুঝে না, বুঝে না

আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না
কথা কাউকে বলি না, বলি না
গাড়ি দেয়, গাড়ি দেয় beep beep

how can they hate me?
swerving, swerving, swerving
but not know me?
they tripping, tripping, tripping

জীবন হলো নাটক
ছবি, ছবি, ছবি
সব নাটক (yeah, yeah, yeah)
খালি ছবি ছবি ছবি

i don’t give a f~ck what you gotta say
i don’t give a f~ck what you been told
i’m goin’ to the top, i’m on my way
talk is cheap, silence is gold

ayy, i don’t give a d~mn about the haters let ’em talk
let’s go do what we do baby let’s vibe
breath of fresh air when i met you that night
foreign lil’ thang get up in my foreign ride
get up out the way i’m swervin’
i ain’t illuminati no way
you could see my third eye open
i ain’t got time for no games
chakras are aligned, that’s all the time
i don’t really fall for the bullsh~t
momma made daal with the white rice
got a lot on my plate but it’s plant~based

আমাকে তুমি থামাতে পারবে না
chittagong, গুলশান থেকে উত্তরা
যারা কথা বলো, তুমি চুপ থাকো
যারা কথা বলো, তুমি চুপ থাকো না

আমি মাংস~দুধ খাই না (খাই না)
কোনো bone plate লাগে না (লাগে না)
গাছে পাই পেয়ারা (পেয়ারা)
গাছে পাই গাঁঞ্জা (গাঁঞ্জা)

shoot ’em up like a cinema
আমার জীবন নাটক হয়ে গেছে
জীবন নাটক হয়ে গেছে
আমার জীবন নাটক হয়ে গেছে

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
আমি হয়ে যাবো পাগল

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
জীবন হলো নাটক

আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না

কথা কাউকে বলি না, বলি না
ওরা বুঝে না, বুঝে না

আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না

কথা কাউকে বলি না, বলি না
গাড়ি দেয়, গাড়ি দেয় বিপ বিপ

how can they hate me?
swerving, swerving, swerving
but not know me?
they tripping, tripping, tripping

জীবন হলো নাটক
ছবি, ছবি, ছবি
সব নাটক
খালি ছবি, ছবি, ছবি

got one life (yeah)
i love it
i hate it when we rush it
we young! on some dumb sh~t
we out here trying to function
it’s on sight, if you on that f~ck sh~t (yeah)
man i don’t f~ck around, i cut friends
she brown and she bad
i wonder if she’s a wonder woman

আমার মেয়ে তো রাগ করে
রাগ করে, রাগ করে
রাগ করে, রাগ করে
একটু পরে জড়ায় ধরে
জড়ায় ধরে, জড়ায় ধরে
জড়ায় ধরে, জড়ায় ধরে

উফ
আর না
কেন সবাই মরে যাচ্ছে?
কেন ওরা খাচ্ছে?
যেটার নিঃশ্বাস বুকে আছে
তারপর আরেকটা হাতে
গরীব খালি পেটে হাঁটে
একটু পয়সা চাচ্ছে
ভিক্ষা করে ক্ষমা পাচ্ছে

সুন্দরী
তুমি আমার মনে ছিলা সারাদিন
ring, ring, ring, ring
skrt, skrt, skrt, skrt
ডাকলে আমি আসবো এখনি

তোমার চোখ
তোমার হাসি
তোমার ঢং
তোমার আহ্লাদী

ওরা ডাকে illuminati
ওরা পাগল, ওরা হারামী

beautiful
you’ve been running through my mind all day, yeah
ring, ring, ring, ring
skrt, skrt, skrt, skrt
i’ll be there when you’re calling
dolled up she look good
i call her barbie
i don’t wish n0body would
i got it on me

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
আমি হয়ে যাবো পাগল

illuminati না তো
আমার জীবন নাটক
টাকা সত্যি কিছুনা
টাকা হলো কাগজ
মানুষ টাকার জন্য পাগল
জীবন হলো নাটক

আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না
কথা কাউকে বলি না, বলি না
ওরা বুঝে না, বুঝে না

আমাকে চিনে না, চিনে না
ওরা বুঝে না, বুঝে না
কথা কাউকে বলি না, বলি না
গাড়ি দেয়, গাড়ি দেয় beep beep

how can they hate me?
swerving, swerving, swerving
but not know me?
they tripping, tripping, tripping

জীবন হলো নাটক
ছবি, ছবি, ছবি
সব নাটক
খালি ছবি, ছবি, ছবি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...