lirik lagu besh achi - sivaji chatterjee
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি
সেই চেনা মুখ, সে আমার প্রিয় বান্ধবী
স্মৃতির সুরভি বুকে নিয়ে তার আমি বাঁচি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
যে ছিলো আমার সারা জীবনের সঙ্গিনী
আরেক হৃদয়ে সে হবে আবার বন্দিনী
দূরে চলে গেছে, তবুও মনের কাছাকাছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
দুঃখের সাগরে ভেসে ভেসে আমি
সুখের ঠিকানা পেয়ে গেছি
বেশ আছি, আমি ভালো আছি
বেশ আছি, আমি ভালো আছি
Lirik lagu lainnya:
- lirik lagu nickgoldalt - adick sucks
- lirik lagu excision & downlink - resistance
- lirik lagu resnate - that'll do
- lirik lagu tapenight - cigarettes of love
- lirik lagu sarah letor - joy
- lirik lagu a dark orbit - west rising sun
- lirik lagu lagum - será (part. iza)
- lirik lagu brazy rico - brazy wrld 2 (freestyle)
- lirik lagu tiê (br) - vem dançar com tudo
- lirik lagu tense machine - don't wanna fight