
lirik lagu barney sku - dekhina
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
[verse]
তুমি কই? জানি না
তোমার আজকাল কোনো খোঁজ নেই
জেনে রেখো তুমি কার, তুমি আমার
শহরে শহরে তোমাকে নিয়ে আমি ঘুরি
যা কিছু করো, যা কিছু বলো আমি শুনি
তোমার নাম আমার মুখে রেখে বলি
এই গান, এই গান তোমায় নিয়ে
[bridge]
সে শুনে না
আমার কথা সে শুনে না
আমার কথা সে শুনে
[chorus]
কেনো একা একা বসে আছো?
ঠিকানা দাও, তুমি এসে পড়ো
যা কিছু আছে মনে, বলে দাও
আমি যা বলি, শোনে যাও
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
আমি দেখি না তোমাকে ছাড়া
কাউকে আমার এই মন দিবো না
যদি ভুলে যাও আমার এই চেহারা
মনে রেখো আমি ছিলাম তোমারই
Lirik lagu lainnya:
- lirik lagu ioakim - carpool
- lirik lagu hgc - back2back
- lirik lagu reclaim the fallen - a fire in my heart
- lirik lagu jordylongsocks - camote burned
- lirik lagu yammo - k-pop+star*
- lirik lagu darcie haven - pipe dream (bonus track)
- lirik lagu v1ggo - fakta
- lirik lagu fear not ourselves alone - father fashionista
- lirik lagu evil grimace - réinsertion
- lirik lagu flvme - freaky