
lirik lagu barney sku & alv33 - jaan
[chorus: barney sku]
বলো না
yeah, বলো না
প্রেমে পড়েছি কতবার (কতবার)
কিন্ত এরকম ছিলো না কখনো (না, না)
কাবু করেছো আমাকে তোমার রূপে (huh!)
বলো না
চাই আমি তোমার সব
রাত~দিন তোমার সাথে
হবে কি আমার জান?
অন্য ছেলেদের মতো আমি না~না~না
বলে দাও আমায়, মন কি যে চায়? মন কি যে চায়?
প্রেম চায়!
[verse 1: alv33]
একটা সুযোগ আমায় দাও
দিবো তোমায় আমার ভালোবাসা
তোমায় নিয়ে সারাদিন ভাবি
আমার মনে অনেক আশা
তুমি হলে চাঁদ আমি হলাম মেঘ
খেলবো তো আলো~আঁধার
আমি শুধু ভালো হতে চাই
তোমার কথায় চলে শুধু মাথায়
আমি জানি খারাপ আমি
নিচু দেখাইয়ো না এই ভালোবাসাটাকে
দূরে থাকি তবে পালন করবো তোমার সব দেওয়া আদেশ
বিপদে পড়ে ডেকো আমায় আমি আসবো সবার আগে
দিবো আমার জান তোমার হাতে
কেন বিশ্বাস করতে তোমার এত সময় লাগে?
তুমি ডাকলে হয়ে যাই হাজির
ভয় পেও না হয়ে যাও রাজি
সাজাবো আমি সুন্দর কফিন
তুমি ডাকলে আসবো আজই
আমার এই মন তোমারই
মনে নাই অন্য নারী
মায়াটা কমবে না
স্বপ্নটা ভাঙিও না (skrrt, skrrt)
[verse 2: barney sku]
দূরে যেও না আমার জান
আমি এনে দেবো তোমায় সব
তুমি কেন ভাঙ্গো আমার মন
তুমি এটা ভেঙে কি পাও?
তুমি কেন ধরো না আমার phone?
আমায় কাটে না তো আর রাত
আমি জয় করবো তোমার মন
baby এখন এটাই হবে আমার কাজ
[chorus: barney sku]
বলো না, বলো না
বলো না, বলো না
yeah, বলো না
প্রেমে পড়েছি কতবার (কতবার)
কিন্ত এরকম ছিলো না কখনো (না, না)
কাবু করেছো আমাকে তোমার রূপে (huh!)
বলো না
চাই আমি তোমার সব
রাত~দিন তোমার সাথে
হবে কি আমার জান?
অন্য ছেলেদের মতো আমি না~না~না
বলে দাও আমায়, মন কি যে চায়? মন কি যে চায়?
প্রেম চায়!
বলো না, বলো না
বলো না, বলো না
Lirik lagu lainnya:
- lirik lagu cardi b - hello it’s me*
- lirik lagu last dance - edge of the world
- lirik lagu abrupt decay - ad nauseam
- lirik lagu alu mix & cael roldan - nostalgia .0011 otro trago
- lirik lagu zanevvs - okay...
- lirik lagu mineyungspiderman - poppy teenagers pt. 3/not today pt. 2
- lirik lagu невместе (nevmeste) - изменщица (cheater)
- lirik lagu alvindarappa - psycho
- lirik lagu whiterozzz - едкий поцелуй [caustic kiss]
- lirik lagu fhop music - não descansarei