![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu bappa mazumder - tumi achho tai
যতখুশি দূরে যাও
যতখুশি কষ্ট দাও
তবু বলি ভুলে যেও না
মায়াভরা মুখখানি
বড়বেশি আমি চিনি
তবু বলি হাতটি ছেড়ো না
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
ভালবাসি জেনে নাও
দেবো সুখ যত চাও
তবু বলি ভুল বুঝো না
কেন যেন মন টানে
ভালোলাগার এই প্রাণে
তবু বলি চলে যেও না
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
বড়বেশি ভালোলাগা
জানিনা কি তাই
চুপি চুপি মন চুরি
খেলা চলে গোপনে
শোনো আজ তোমায় বলি
তুমি যে আমার
কতবার বলেছে মন
আমি যে তোমার
তুমি আছো তাই
স্বপ্ন বুনে যাই
তুমি ছাড়া মন যে মানে না
জমে থাকা খেয়ালে
হৃদয়েরই আড়ালে
পুষে রাখি নীরব ভালোবাসা ওই
জানে না কেউ কখনো
চিরচেনা তুমি যে
বুকভরা মাতাল নীল নেশা, ও
Lirik lagu lainnya:
- lirik lagu 1300 hellboy - s3nsi molly
- lirik lagu dubble g kiluavi - plus que l'enfer
- lirik lagu saturn alexander - mercury in pisces
- lirik lagu prince myga - kim kokonut
- lirik lagu 1300 hellboy - geek
- lirik lagu venom in my veins (russia) - alone
- lirik lagu brothers till we die - crystal knife
- lirik lagu john davey - spent
- lirik lagu latragam - estoy listo
- lirik lagu scruffmcruff - shreiff